প্রকাশিত: Sat, Jan 21, 2023 3:48 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:28 AM

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

রিয়াজুল ইসলাম: পাটগ্রাম উপজেলায় এম ওয়াজেদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধাকে ও  সাবেক অধ্যক্ষকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তার বাসার সামনে এই ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলী পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যও ছিলেন। তার প্রয়াত বড় ভাই আবিদ আলী ছিলেন সাবেক সংসদ সদস্য। পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন তার ভাগনে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে তিনি পাটগ্রাম পৌর বাজার থেকে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন। তার  বাসার সীমানা প্রাচীরের ফটকের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার পথরোধ করে। তার মাথা, গলা ও কাঁধে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজন ও প্রতিবেশীরা ওয়াজেদ আলীকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ভাতিজির স্বামী আশরাফুল হাবিব বলেন, ঘটনার সময় তিনি একটি শব্দ পান। এরপর বাড়ি থেকে বের হয়ে দেখেন ওয়াজেদ আলী ফটকের সামনে মাটিতে পড়ে কাতরাচ্ছেন। আরেক প্রতিবেশী ইয়াকুব আলীও একই কথা বলেন। তবে তারা কেউই দুর্বৃত্তদের দেখতে পাননি বলে জানান।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তে মাঠে নেমেছে পুলিশ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব